বিদ্যালয়টি নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর গ্রামে অবিস্থত।
কমিটি গঠনের তারিখ: ৯.০৩.২০১০ খ্রি:
কমিটির সদস্য সংখ্যাঃ ১২ জন সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি রয়েছে।
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৪%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৫%
৬৫৬ জন ছাত্র ছাত্রীর মধ্যে সুবিধাভোগীর সংখ্যা ২৯৩ জন।
বিদ্যালয়ে সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগ প্রতিবছর বৃত্তিসহ উপজেলা ভিত্তিক মেধা তালিতকায় স্থানস লাভ। এ বছর উপজেলা ভিত্তিক মেধায় ৩ জন স্থান লাভ করেছে।উপস্থিতির হার বৃদ্ধি, ঝড়ে পড়ার হার হ্রাস, শতভাগ ভর্তি।
শতভাগ উপস্থিতি নিশ্চিক করা ঝড়ে পাড়ার হার শূন্যে নিয়ে আশার এবং ছাত্র ছাত্রীদেরকে সু নাগরিক হিসেবে গড়ে তোলা।
উপজেলা থেকে বিদ্যালয়ে পাকা রাসত্মার যোগাযোগ ব্যবস্থ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস