রাবান উচ্চ বিদ্যালয়টি নরসিংদী জেলাধীন পলাশ থানার অন্তর্গত জিনারদী ইউনিয়নস্থ একটি এতিহ্যবাহী প্রতিষ্ঠান । যাহা উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়ে ব্যবসা শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে ।
রাবান উচ্চ বিদ্যালয়টি ১৯৪১ সালে এম. ই. বিদ্যালয়রূপে স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষানুরাগীর আন্তরিক সহযোগীতায় পরিচালিত হইয়া আসছিল ,যাহা ১৯৬০ সালে জুনিয়র হাইস্কুলরূপে স্বীকৃতি লাভ করে । অত:পর ১৯৬৯ সালে উচ্চ বিদ্যালয়রূপে স্বীকৃতি পেয়ে বরাবরই ভাল ফলাফল অর্জন করে অদ্যাবধি চলে আসছে ।
বর্তমানে বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট নিয়মিত ম্যানেজিং কমিটি বিদ্যমান।
কমিটির মেয়াদকাল ২৪/১১/২০১১ হইতে ২৩/১১/২০১৩ পর্যন্ত।
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ | পাশের হার |
২০১০ | ১০৩ | ৯৬ | ৯৩% |
২০১১ | ১২৬ | ১১৮ | ৯৪% |
২০১২ | ১৩৫ | ১৩৪ | ৯৯% |
২০০৯ | ৭৭ | ৫৩ | ৬৯% |
২০১০ | ৬৭ | ৬৪ | ৯৬% |
২০১১ | ৮৬ | ৮৪ | ৯৮% |
২০১২ | ১২৫ | ১১৮ | ৯৪% |
২০১৩ | ১১৬ | ১০৩ | ৮৯% |
২০১৩ ইং সনের জুন পর্যন্ত ৬ষ্ঠ শ্রেনীতে ০১ জন, ৭ম শ্রেনীতে ০১ জন, ৮ম শ্রেনীতে ০৪ জন ও ৯ম শ্রেনীতে ০৩ জন(ডিসেম্বর/১২ ইং পর্যন্ত) প্রাইমারী বৃত্তির টাকা উত্তোলন করিয়াছে ।
সহপাঠ্যক্রমিক শিক্ষাসহ বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক ।
বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নয়ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অত্র বিদ্যালয়ে চালুকরন ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের উন্নতি সাধন ।
উপজেলা সদর থেকে পাকা রাস্তার মাধ্যমে পলাশ বাস স্ট্যান্ড হয়ে ধলাদিয়া গ্রামের ভিতর দিয়া রিক্সা, টেম্পু অথবা প্রাইভেটকার যোগে রাবান উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করা যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস