পারুলিয়াউচ্চ বিদ্যালয়টি মাইনসর স্কুল হিসেবে পারম্নলিয়ার মাটিতে জন্ম লাভ করে ১৯৩৩ সনে উক্ত বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে রূপামত্মরিত হয়। অত্র বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর অদ্যাবধি অত্যামত্ম সুনামের সহিত পারম্নলিয়ার মাটিতে মাথা উচু করে স্ব-গৌরবে দাড়িয়ে আছে।
ঐতিহ্যবাহী পারুলিয়াউচ্চ বিদ্যালয়টি ১৯২৫ ইং সালে পারুলিয়ামাটিতে মাইনর স্কুল হিসেবে তৎকালীন জ্ঞানী গুনী ব্যক্তিদের অপ্রাণ প্রচেষ্ঠায় পারুলিয়ামাটিতে জন্ম লাভ করে। ১৯৩৩ ইং সনে উক্ত মাধ্যমিক বিদ্যালয় হিসেবে রূপ লাভ করে। জ্ঞানী গুনী ব্যক্তিদের মধ্যে সামিজি জ্ঞানানন্দ এর নাম বিশেষ ভাবে উলেস্নখ যোগ্য। পরবর্তিতে জনাব মো: এমদাদ আলী মোল্লা , জনাব মোহাম্মদ আলী ও সর্বশেষ আলহাজ্ব জনাব মো: ইউসুফ মোল্লা এর অকামত্ম পরিশ্রম ও অর্থায়নে বিদ্যালয়ের অবকাঠামো বেষ্টনী দেওয়াল ও প্রধান পাঁকা ফটোক নির্মানসহ শিক্ষার গুনগত মান উন্নয়নে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাইতে সক্ষম হয়। বর্তমানে বিদ্যায়টি ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত চালু আছে। বিদ্যালয়টিতে ৯ম ও ১০ শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও বানিজ্য শাখা চালু আছে। বিদ্যালয়টির অতিরিক্ত শ্রেণী শাখা ৯টি সহ মোট ১৪ টি শ্রেণী আছে। অত্র বিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রায় ৮০০। বরাবরই বিদ্যালয়ের ফলাফল ভাল। স্ব-শিক্ষাক্রমিক কার্যক্রমে ফুটবল, এ্যথলেটিস, ক্রিকেট, হ্যান্ড বল, বলি ভল বরাবরই অংশগ্রহণ করছে এবং অত্যামত্ম সুনারেম সহিত তার অবস্থান বজায় রাখছে।
পূর্নাঙ্গ কমিটি
| সাল | পরিক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ শিক্ষার্থী |
এস.এস.সি | ২০১০ | ১২৭ | ৮৯ |
২০১১ | ১২২ | ১১১ | |
২০১২ | ১৪৬ | ৯৭ | |
২০১৩ | ১৪৯ | ৮৯ | |
জেএসসি | ২০১০ | ১৬৩ | ৯৩ |
২০১১ | ১৪৯ | ১১৭ | |
২০১২ | ১৫৭ | ১২০ |
৮ম শ্রেণী হতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ের সরকারি শিক্ষা বৃত্তি পেয়ে আসছে।
অবকাঠামোসহ বিভিন্ন বছরের ফলাফলের ভিত্তিতে পলাশ উপজেলাধীন জিনারদী উইনিয়নে অবস্থিত পারুলিয়া উচ্চ বিদ্যালয়টি তার কাঙ্খিত লক্ষ অর্জনে সক্ষম হয়েছে এবং এটি একটি অন্যতম বিদ্যালয় হিসেবে পলাশ উপজেলার মধ্যে সুনাম অর্জন করেছে
২০১০ শিক্ষানীতির আলোকে আইসিটি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল দক্ষ মানব সম্পদ গড়তে বিদ্যালয়টিতে পার্থদানের ব্যপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সর্বদিক থেকে বিদ্যালয়টি জেলা উপজেলাসহ বিভিন্ন দিক থেকে বিদ্যালয়টির পাঁকা রাস্তার যোগাযোগ ব্যবস্থা অত্যামন্ত ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস