বিদ্যালয়টি পলাশ উপজেলাধীন জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে তিন তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে যাহার কক্ষ সংখ্যা ১৫ টি।
বিদ্যালয়টি গ্রামীণ এলকায় অবিস্থত, যাতায়ত সুগম জমিদাতা মরহুম মমতাজ উদ্দিন খান, জমির পরিমান ২০ শতাংশ। বিদ্যালয়ের পূর্ব পাশে চরনগরদী বাজার ও পাকা রাসত্মা এবং গয়েশপুর পি.এল উচ্চ বিদ্যালয়।
শিশু শ্রেণী- ৬৩ জন, ১ম শ্রেণী- ৯৭ জন , ২য় শ্রেণী- ১২০ জন ৩য় শ্রেণী-১২৪ জন , ৪র্থ শ্রেণী-৯৩ জন , ৫ম শ্রেণী- ৯৪ জন
কমিটির সদস্য সংখ্যাঃ ১১ জন (পুরুষ-৮ জন মহিলা-৩ জন)
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০% ২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%, ২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৪ % ২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০% ২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০ %
বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর মধ্যে সুবিধাভোগী পরিবাররের সংখ্যা ২৪৩ টি।
ঝরে পড়ার হার কমেছে। শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি হয়েছে। উপস্থিতি হার বেড়েছে।
ভর্তির হার ১০০% নিশ্চিত রাখা, শিক্ষার মান উন্নয়ন আরও বৃদ্ধি করা এবং উপস্থিতির হার ১০০ % এ উন্নীত করা। সমাপনী পরীক্ষায় এ + পাওয়ার হার বৃদ্ধি করা ।
পলাশ হতে পারুলিয়া বাজার হতে চরনগরদী বাজার। বাজারের উত্তর দিকে প্রায় ২৫০ মিটার দূরে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস