Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জিনারদী ভূমি অফিস
বিস্তারিত

জিনারদী ইউনিয়ন ভুমি অফিসে আপনাকে স্বাগতম ।  জিনারদী ইউনিয়ন ভুমি অফিসটি জিনারদী ইউনিয়নের অর্ন্তগত চরনগরদী বাজারে অবস্থিত।   এটি একটি টিনশেড বিল্ডিং । ভুমি সংক্রান্ত সকল পরামর্শ, কার্যাবলীর জন্য ইউনিয়ন ভুমি অফিস এ আসুন সেবা নিন ভাল থাকুন।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

১। খসরা পর্চা উত্তোলন করা যায়।

২। জমির খারিজ করা হয়।

৩। জমির খাজনা নেওয়া হয় ।

৪। বিভিন্ন জমির মামলা সংক্রান্ত তদন্ত করা হয়।

৫। ভূমি সংক্রান্ত আরো অনেক ধরনের সেবা দিয়ে থাকে।

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

দপ্তর

সেবার ধরন

কারা সেবা পাবে

প্রার্থিত সুবিধা পাওয়ার সময়সীমা

কার নিকট অভিযোগ করবে

প্রার্থিত সেবার ফিস /মূল্য

০১

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ক) ভূমি উন্নয়ন কর আদায়

ভূমি মালিকগণ

ইউনিয়ন ভূমি অফিস হতে অফিস চলাকালীন সময়  তাৎক্ষনিকভাবে।

সহকারী কমিশনার(ভূমি),

উপজেলা নির্বাহী অফিসার,

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

২৫ থেকে ৩০ বিঘা পর্যন্ত কৃষিজমি প্রতি শতাংশ০.৫০ টাকা ও৩০ বিঘার উর্ধেপ্রতি শতাংশ ১.০০ টাকা হারে

পাকা বাড়ী পৌরসভার বাইরে প্রতি শতাংশ৫.০০এবং পৌরসভায় প্রতি শতাংশ ৬.০০ টাকা হারে

অকৃষি বানিজ্যিকজমি পৌরসভার বাইরে প্রতি শতাংশ১৫টাকা এবং পৌরসভায় প্রতি শতাংশ ১৭ টাকা হারে

০২

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

খ) নাম পত্তন/জমা খারিজ এর মাধ্যমে রেকর্ড সংশোধন

জমির ক্রেতা মালিকগণ এবং ওয়ারেশ সূত্রে দাবীর মালিকগণ

৪৫ দিনের মধ্যে

সহকারী কমিশনার(ভূমি),

উপজেলা নির্বাহী অফিসার,

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

দরখাস্ত কোর্ট ফি-৫.০০ টাকা

খতিয়ান ফি-৪৩ টাকা

রেকর্ডসংশোধনফি-২০০ টাকা এবং প্রসেস ফি নোটিশ জারীর ক্ষেত্রে প্রতিপক্ষ এক জনেরজন্য ২.০০ টাকাএবং একের অধিক প্রতি জনের জন্য অতিরিক্ত ০.৫০ টাকা হারে

০৩

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

গ) ১৫০ ধারামতে রেকর্ড সংশোধন

সাধারণ জনগণ

১৮০ দিনের মধ্যে

উপজেলা নির্বাহী অফিসার,

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

কোর্ট ফি-৫/- টাকা

০৪

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ঘ) খাজনা মওকুফ

২৫ বিঘার নিম্নের জমির মালিকগণ

বাংলা ১৩৯৮ সাল থেকে

সহকারী কমিশনার(ভূমি),

উপজেলা নির্বাহী অফিসার,

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

রেকর্ড সংরক্ষন ফি খতিয়ান প্রতি-২.০০ টাকা প্রতি বছর

 

০৫

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ঙ) খাস জমি বন্দোবস্ত

ভূমিহীন

উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

১/- ফি

০৬

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

চ) হাট/বাজারের জমি একসনা বস্দোবস্ত

দোকান ব্যবসায়ী মালিকগণ

জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

প্রতি বর্গমিটার পৌর-১০০ টাকা

পৌর বাহিরে-১৩ টাকা হারে

০৭

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

ছ) অর্পিত সম্পত্তির ইজারা

ইজারা গ্রহিতাগন

উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমোদন সাপেক্ষে

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

এক বছরেরপ্রতি শতাংশ কৃষি জমি

পৌরসভার বাইরে প্রতি শতাংশ৫/- টাকা

পৌরসভার ভিতরে প্রতি শতাংশ ১০/- টাকা

বসত বাড়িপৌরসভার বাইরে প্রতি শতাংশ ২০/- টাকা

বসত বাড়িপৌরসভার ভিতরে প্রতি শতাংশ ৪০/- টাকা

বানিজ্যিক জমি পৌরসভার বাইরে প্রতি শতাংশ ৩০/- টাকা

বানিজ্যিক জমি পৌরসভার ভিতরে প্রতি শতাংশ ৫০/- টাকা

পুকুর/জলমহাল-৩ বছর মেয়াদে নিলামের মাধ্যমেসর্বোচ্চ ডাককারীর অনূকুলে

০৮

উপজেলা ভূমি অফিস, শিবপুর, নরসিংদী

জ)২০ একরের নিম্নে বদ্ধ জলাশয় ইজারা

প্রকৃত মৎস্যজীবি সমবায় সমিতি

উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)

জেলা প্রশাসক

পূর্ব ইজারা মূল্যের ৫% বৃদ্ধিতে ইজারা প্রদান।

 

label.column.field_projects

0

যোগাযোগ

জিনারদী ইউনিয়ন ভূমি অফিস, পলাশ, নরসিংদী।